প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
২. সত্যমেব জয়তে ২
৩. ইয়ে মর্দ বেচারা
৪. বান্টি অওর বাবলি ২
৫. সূর্যবংশী
অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ
মহেশ মাঞ্জরেকার পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম। মারাঠি ফিল্ম ‘মুলশি প্যাটার্ন’-এর হিন্দি রিমেক।
রাহুল্য (আয়ুষ শর্মা) গ্রামের কপর্দকহীন এক তরুণ। তার আশা সে পুনের সবচেয়ে বড় ডন হবে। তার ছেলে গানিয়া (রোহিত হল্দিকার) সবসময় তার পাশে আছে। তাদের বাবা-মা ছোটবেলা থেকে তাদের সহিংস আচরণ অসহায়ভাবে দেখে আসছে। তবে পুলিশ ইনস্পেক্টর রাজবীর সিংও (সালমান খান) তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। রাহুল্য বারবার তার হাত ফসকে বেরিয়ে যায়। একসময় সে অপরাধ জগতের শীর্ষে উঠে যায়। সে একসময় তার পরিবার আর প্রেমিকা মন্দার (মহিমা মাকোয়ানা) সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। তবে সবসময় সে তার পাশে পায় গানিয়া আর অনাথ কিশোর সিধুকে (প্রেম ধর্মাধিকারী)। তাদের অপরাধের মাত্রা দিনে দিনে বাড়তে থাকে। আর রাজবীর সিংও হাল ছাড়েনি। শেষ পর্যন্ত তাদের কি আইনের আওতায় আনতে পারবে?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।