প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১. ৮৩
২. কোড নেম আবদুল
৩. গুড লাক সাখি
৪. চণ্ডীগড় কারে আশিকি
৫. পুষ্পা : দ্য রাইজ - পার্ট ১
গুড লাক সাখি
‘ব্লুজ’, ‘ইকবাল’ এবং ‘ডোর’ ফিল্মগুলোর জন্য খ্যাত নাগেশ কুকুনুরের পরিচালনায় প্রথম তেলুগু ফিল্ম। এটি স্পোর্টস কমেডি ধারার ফিল্ম।
উপজাতীয় তরুণী সাখিকে (কীর্তি সুরেশ) তার গ্রামের লোকেরা ‘ব্যাড লাক সাখি’ বলে ডাকে। সে যাই করুক না কেন তা শেষে মন্দ দিকে ঘুরে যায়, এজন্যই এমন নাম। একজন শুটিং প্রশিক্ষক প্রাক্তন কর্নেল (জগপতি বাবু) তাদের গ্রামে এসে কয়েকজনকে বাছাই করে প্রশিক্ষণ দেবার জন্য। সাখির ছোটবেলার বন্ধু সুরির (রাহুল রামাকৃষ্ণ) পাশাপাশি সাখিও প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়। যোগ্যতা দিয়ে সাখি জেলা পর্যায়ের জয়ী হয়। কিন্তু সাখি প্রেমে পড়ে গেলে তার এগুনো বাধাগ্রস্ত হয়। কিন্তু প্রশিক্ষক ও সাখির মার্বেল খেলার সঙ্গী এবং বন্ধু গোলু’র (আধি পিনিসেট্টি) পরামর্শ শুনে সে এগিয়ে যাবার প্রস্তুতি নেয়। একসময় সে প্রতিযোগিতার শেষ পর্যায়ে পৌঁছ এবং নিজেকে ‘গুড লাক সাখি’ হিসেবে প্রমাণিত করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।