মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউটিউবে এক পদস্থ রাজনীতিবিদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালিয়ে তার রাজনৈতিক জীবন নষ্ট করেছে গুগল! অস্ট্রেলিয়ার এক আদালত সেই ‘অপরাধের’ শাস্তি দিল গুগলকে। আদালতের নির্দেশ, ওই রাজনীতিবিদকে ৫ লাখ ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আদালতের মতে, গুগলের অদূরদর্শিতার জন্যই ওই রাজনৈতিক নেতাকে সময়ের আগে তার কেরিয়ারে ইতি টানতে হয়েছে।
অস্ট্রেলিয়ার ওই রাজনীতিবিদের নাম জন বারিলারো। তিনি অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউ ওয়েলসের উপ-প্রধান। অস্ট্রেলীয় আদালত জানিয়েছে, জনকে আক্রমণ করে ইউটিউবে দু’টি ভিডিও শেয়ার করেছিলেন এক রাজনৈতিক ধারাভাষ্যকার। সেই ভিডিও দু’টি ইউটিউবে আট লক্ষবার দেখা হয়েছে। ভিডিও দু’টি থেকে লক্ষ লক্ষ ডলার আয় করেছে ইউটিউব, যার মালিকানা গুগলের।
অস্ট্রেলিয়ার ওই আদালতের বিচারপতি ভিডিও দু’টি প্রসঙ্গে বলেছেন, যে ভাবে ওই ভিডিওগুলিতে অস্ট্রেলীয় রাজনীতিককে আক্রমণ করা হয়েছে তা হিংসামূলক প্রচার বললেও কম বলা হয়। আদালতের বক্তব্য, কোনও প্রমাণ ছাড়াই এমন সম্মানহানি করার এবং অপপ্রচার চালানোর খেসারত গুগলকে দিতেই হবে।
ইউটিউবে রাজনৈতিক ধারাভাষ্যকার জর্ডন শ্যাঙ্কের পোস্ট করা ওই দু’টি ভিডিওয় রাজনীতিবিদ জনকে একজন দুর্নীতিবাজ, রাজনীতিবিদ বলার পাশাপাশি, তার চারিত্রিক সততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এমনকি, তাকে বৈষম্যবাদী বলেও মন্তব্য করা হয়। ২০২০ সালের ওই ভিডিও দু’টির জেরে ২০২১ সালের অক্টোবরে, নির্দিষ্ট সময়ের আগেই রাজনীতি ছাড়তে বাধ্য হন জন। সূত্র: এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।