মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যূনতম মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ক্রমবর্ধমান জ্বালানি ব্যয় এবং উচ্চমূল্যস্ফীতির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক বোঝা কমাতে এ প্রস্তাব দেয়া হয়েছে। গত সপ্তাহে শপথ নেয়া অ্যান্থনি আলবানিজ স্বাধীন মজুরি নির্ধারণকারী সংস্থার কাছে একটি আবেদন জমা দিয়েছেন। এ পদক্ষেপ ঘণ্টাপ্রতি ২০.৩৩ অস্ট্রেলিয়ান ডলার (১৪ ডলার ৭৭ সেন্ট) মজুরি পাওয়া শ্রমিকদের বেতন বাড়াতে সহায়তা করতে পারে। টুইট বার্তায় আলবানিজ বলেছেন, ন্যূনতম মজুরি পাওয়া শ্রমিকরা বেতন বাড়ানোর যোগ্য। যদিও তিনি সেখানে প্রস্তাবিত বৃদ্ধির কথা উল্লেখ করেননি। নির্বাচনী প্রচারণার সময় তিনি ৫ দশমিক ১ শতাংশ মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, ক্রমবর্ধমান ব্যয় পরিবারগুলোর আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। এ অবস্থায় ন্যূনতম মজুরি পাওয়া মানুষের জন্য জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।