Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একেই বলে কপাল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩২ এএম

ভারতের মধ্যপ্রদেশের এক সাধারণ গৃহবধূ চামেলি বাই হাতে পেয়েছেন হিরার টুকরো। এই হিরার বদৌলতে তিনি এখন রাতারাতি বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালিক।
২.০৮ ক্যারাটের একটি হিরা খুঁজে পেয়েছেন ওই গৃহবধূ। তারপরেই তিনি এটি জমা দেন স্থানীয় হিরার অফিসে। সেখানেই জানা যায়, হিরার প্রকৃত দাম। অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী সপ্তাহেই হিরার টুকরো নিলামে তোলা হবে।
মধ্যপ্রদেশের ইত্বাকালা গ্রামের অরবিন্দ সিং নামে এক ব্যক্তি কয়েকদিনের জন্য কল্যাণপুর পাতি এলাকার একটি হিরার খনি লিজ নিয়েছিলেন। খনি থেকে হিরা খুঁজে পেলে তাদের অবস্থার উন্নতি হতে পারে, সেই আশাতেই খনি লিজ নেওয়া। মার্চ মাসে খনিটি লিজ নেওয়ার পর সেখানেই তার স্ত্রী চামেলি বাই হিরাটি খুঁজে পেয়েছেন।
হিরার অফিস অনুপম সিং’কে জানিয়েছেন, আগামী সপ্তাহেই নিলামের আয়োজন করা হয়েছে। সেখানেই বিক্রি করা হবে ২.০৮ ক্যারাটের এই হিরটি। সরকারি নিয়ম মেনেই হিরার দাম ধার্য করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হিরাটি যথেষ্ট ভাল মানের। যত দামে বিক্রি হবে, পুরো টাকাটাই তুলে দেওয়া হবে অরবিন্দ এবং তার স্ত্রীর হাতে। তবে সরকারি রয়্যালটি এবং অন্যান্য করের টাকা কেটে নেওয়া হবে।
অরবিন্দ জানিয়েছেন, হিরা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে বাড়ি কিনতে চান। বাড়ি কেনার টাকা জন্যই তিনি হিরার খনি লিজ নিয়েছিলেন। সূত্র : এনডিটিভি, আউটলুক ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিরা

২৭ মে, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ