প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের ফিল্ম থেকে পাকিস্তানি অভিনয়শিল্পীদের বাদ দেয়ার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) আল্টিমেটাম সত্য হলে শাহরুখ খান অভিনীত ‘রইস’ চলচ্চিত্রটি থেকে মাহিরা খান বাদ পড়েন আর তাতে চলচ্চিত্রটির আসন্ন মুক্তিও অনিশ্চিত হয়ে যায়। পক্ষান্তরে চলচ্চিত্রটির প্রযোজক রিতেশ সিধ্বানী আশ্বস্ত করেছেন চলচ্চিত্রটি নির্ধারিত তারিখেই মুক্তি পাবে আর মাহিরাকে নিয়েই।
রিতেশ বলেন, “আমি জানি না এসব গুজব কোথায় সৃষ্টি হয়েছে। আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমরা মেয়েটিতে নিয়ে ৪৫ দিনে শুটিং শেষ করেছি। আর তাতেই সব পরিষ্কার হয়ে যায়। আমি এসব গুজবে সাড়া দেব না বা মন্তব্য করতে চাই না। আমি মনে করি আমি যদি প্রতিক্রিয়া দেখাই তাহলে অনুমান আর গুজবের জন্য একটি ভিত্তি তৈরি হয়ে যায়। আমি মনে করি এসবকে পাশ কাটিয়ে যাওয়াই শ্রেয়। আমি এখন ‘রইস’ নিয়ে কথা বলতে চাই না।”
রিতেশ জানান ১৯ নভেম্বর থেকে তিনি দিল্লিতে ‘ফুকরে টু’ চলচ্চিত্রটির শুটিং শুরু করবেন। তিনি বলেন, “দিল্লি জুড়ে চলচ্চিত্রটির শুটিং হবে। এটি বিশেষ ধরনের একটি চলচ্চিত্র। দিল্লিতে শুটিং করতে আমার ভাল লাগে। অন্তত মুম্বাই থেকে এটি বেশি পরিকল্পিত জায়গা।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।