Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীল হিরার বাজিমাত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩১ এএম

পৃথিবীর সবচেয়ে বড় নীল হিরা বিক্রি হয়েছে ৫৭.৫ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৫০৮ কোটি টাকা। কয়েকদিন আগেই নিলামে তোলা হয়েছিল হিরটিকে। চার ধনকুবের ছিলেন হিরা কেনার দৌড়ে। শেষ পর্যন্ত ৮ মিনিটের দর কষাকষির পরে বিপুল মূল্যে বিক্রি হয়ে যায় হিরটি।
হিরটির নাম ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান বøু’। ১৫.১০ ক্যারেটের হিরাটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪৮ মিলিয়ন ডলার। কিন্তু নিলামে সেই অনুমানকে ছাপিয়ে আরও সাড়ে ৯ মিলিয়ন ডলার বেশি দামে বিক্রি হয় ঝকঝকে হিরাটি। নিলামকারী সংস্থার দাবি, এ পর্যন্ত নিলামে ওঠা এটিই সবচেয়ে বড় হিরা।
কে কিনলেন এই হিরা? তা অবশ্য জানা যায়নি। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি টেলিফোনেই সর্বোচ্চ দর হাঁকিয়ে বাজিমাত করেন। বিরল এই হিরাটি ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার কালিনান খাদান থেকে উদ্ধার হয়েছিল। রঙিন হিরার মধ্যে এটিই সর্বোচ্চ র‌্যাঙ্ক পেয়েছিল।
এখনও পর্যন্ত ১০ ক্যারেটের বেশি হিরার মধ্যে মাত্র পাঁচটিকেই নিলামে তোলা হয়েছে। কিন্তু এর মধ্যে ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান বøু’ ছাড়া কোনও হিরাই ১৫ ক্যারেটের উপরে নয়। সেই হিসেবে নিলামে তোলা হিরাগুলোর মধ্যে সবচেয়ে বড় এটিই।
তবে নিলামে প্রত্যাশিত দামকে ছাপিয়ে গেলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি হিরা হওয়ার রেকর্ড কিন্তু গড়া হল না এই নীল হিরার। বিশ্বরেকর্ড এখনও রয়ে গেছে ‘ওপেনহাইমার বøু’-এর কাছেই। সূত্র : সিএনএন, এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীল হিরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ