প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পরিচালক রাজকুমার হিরানি তার সর্বশেষ চলচ্চিত্র ‘সঞ্জু’কে নিয়ে সমালোচকদের অভিযোগ নিয়ে তার নিজেকে পক্ষে মুখ খুলেছেন। তিনি জানান সঞ্জয় দত্ত নির্দোষ নিশ্চিত হয়েই তিনি চলচ্চিত্রটি নির্মাণে হাত দিয়েছিলেন। মেলবোর্ন চলমান এক ভারতীয় চলচ্চিত্র উৎসবের একটি বিশেষ আয়োজনে তিনি জানান গভীর আর বিষদ গবেষণার পরই তিনি চলচ্চিত্রটি নির্মাণে হাত দিয়েছিলেন। “তার সারা জীবন তাকে শুনতে হয়েছে তিনি তার ঘরে আরডিএক্স (বিস্ফোরক) মজুদ করে রেখেছিলেন। আমি সুপ্রিম কোর্টের প্রতিটি রায়ের কপি, প্রত্যেক বিচারকের মত যাচাই করে দেখেছি তিনি কখনও এমন অভিযোগে অভিযুক্ত হননি।” “তাহলে দুনিয়ার কোথা থেকে এমন কথা জানা গেল যে তিনি সেসব মজুদ করে রেখেছিলেন। এর কাহিনীতে আস্থা ছিল বলেই আমি চলচ্চিত্রটি নির্মাণ করেছি আর তা করেছি আমি বিষদ গবেষণার পর। যদি আমার বিন্দু মাত্র সন্দেহ থাকত তাহলে আমি এটি নির্মাণ করতামই না,” হিরানি মেলবোর্নে সাংবাদিকদের বলেন। টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপ্টিভ অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্টে (টাডা) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ থেকে সঞ্জয় (৫৯) ২০০৬ সালের নভেম্বরে রেহাই পান। হিরানি জানান সংবাদ মাধ্যমের একটি অংশ চলচ্চিত্রটিকে সঞ্জয়কে নির্দোষ হিসেবে তুলে ধরার জন্য তার প্রয়াস বা হোয়াইটওয়াশ এমন অভিযোগ শোনার পর তিনি দারুণ বিস্মিত হয়েছিলেন। হিরানি বলেন, “ সবসময়ই দুই ধরনের প্রতিক্রিয়া জানা যায়। একটি চলচ্চিত্র জগতের নির্মাতাদের তরফ থেকে আর অন্যটি আসল মানুষ যারা ফিল্মটি দেখেছে তাদের থেকে। ৫৫ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতাটি জানান চলচ্চিত্র জগতে সমালোচিত হলেও দর্শকরা সেটির প্রশংসা করেছে। কেন্দ্রীয় ভূমিকায় রণবীর ছাড়া অভিনেতা সঞ্জয় দত্ত’র জীবনী চলচ্চিত্রে ‘সঞ্জু’তে অভিনয় করেছেন ভিকি কৌশল, সোনম কাপুর, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, টাবু এবং অতিথি ভূমিকায় আনুশকা শর্মা। চলচ্চিত্রটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৬১০ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।