প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০০৯ সালে ‘আলাদিন’ দিয়ে যাত্রা শুরু করার পর থেকে বলিউডে অব্যাহত ব্যস্ততার মধ্যে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কার এই সুন্দরী প্রথম থেকেই মুম্বাইয়ের চলচ্চিত্র জগতে সাদরে গৃহীত হয়েছেন তাই এখানে নিজেকে তার কখনো বহিরাগত বলে বোধ হয়নি। তবে প্রথম দিকে ভাষা নিয়ে তার কিছুটা সমস্যা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
৩০ বছর বয়সী ২০০৬ সালের মিস ইউনিভার্স শ্রীলঙ্কা জ্যাকুলিন বলেন, “বিস্ময়কর মনে হলেও নিজেকে কখনও এখানে বহিরাগত মনে হয়নি কারণ এখানে প্রথমেই সাদরে গৃহীত হয়েছি।
“তবে প্রথম দিকে ভাষা নিয়ে কিছুটা সমস্যা হয়েছে, তবে কাজ করতে করতে তা কেটে গেছে আর সবাই খুব সহায়তাও করেছে।”
বলিউডে সাত বছরের ক্যারিয়ারে অভিনেত্রীটি সালমান খান, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন এবং রণবীর কাপুরের মত শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন।
“আমার এই যাত্রায় আমি অসাধারণ মানুষদের সঙ্গে পরিচিত হয়েছি যারা আমাকে খুব সাহায্য করেছে। এদের ছাড়া কখনও আমার এই অবস্থান সম্ভব হত না,” জ্যাকুলিন বলেন।
জ্যাকুলিন বর্তমানে কালার্স টিভির ‘ঝলক দিখলা যা’ রিয়েলিটি শোয়ের নবম মৌসুমে অন্যতম বিচারকের দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তার অভিনয়ে রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’ সাফল্যের সঙ্গে চলছে। এতে আরও আছেন বরুণ ধাওয়ান এবং জন এব্রাহাম। তাকে আগামীতে দেখা যাবে রেমো ডি’সুজা পরিচালিত সুপারহিরো ফিল্ম ‘এ ফ্লাইং জাট’-এ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।