Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেখতে যতটা মনে হয় আমি অতোটা ধনী নই : মাহিরা খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান তার একটি ডিজিটাল উদ্যোগের প্রচার কালে ভক্তদের কিছু প্রশ্নের জবাব দেন। তিনি জানান পরিস্থিতি নিয়ে খুব বেশী উদ্বিগ্ন থাকেন তিনি সবসময়। তবে শেষ পর্যন্ত তিনি মানিয়েও নিতে পারেন। এর মধ্যে একজন বলে বসে আপনাকে যতটা মনে হয় ততোটা ধনী নন আপনি। মাহিরা বলেন, “আপনার অনুমান সত্য, আমি জানি না আমাকে কতটা ধনী দেখায়, তবে মানুষ যেমন ভাবে আমি ততটা নই। আমার গাড়ির বহর নেই, নেই প্রাইভেট বিমান, বা টিম- এটা আমার জীবন নয়। তবে যা আছে তা নিয়েই আমি কৃতজ্ঞ ও সন্তুষ্ট। তবে আমি শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ করেছি,” মাহিরা বলেন। তার প্রিয় তারকা কে জানতে চাইলে তিনি বলেন, “প্রথম তিনজনের মধ্যে একজন হুমায়ুন সাইদ অবশ্যই।’ এক পর্যায়ে তিনি জানান, আইসক্রিমের সঙ্গে ফ্রাইজ খেতে তার ভাল লাগে, মেকআপ আর পোশাক নিয়ে তার পছন্দ হল যখন যেখানে যা উপযোগী। গুজব আছে মাহিরা তার নাক কসমেটিক সার্জারি করে আকারে এনেছেন। এমন প্রশ্ন এলে তিনি বলেন, ‘ঠিক আছে, আমার নাকে জুম করুন। না আমি নাক সার্জারি করাইনি।’ তিনি হেসে বলেন, ‘মনে আছে আমি একবার পরিচালক আসিম রাজাকে বলেছিলাম, ‘অনেকে মনে করে আমি নাকের সার্জারি করিয়েছি, আমার এতে দারুণ লাগে।’ তিনি বলেন, ‘কেই যদি এমন কথা বলে তাহলে সে যেন আমাকে এসে জিজ্ঞাসা করে, কারণ আমাকে তোমার ছবি শুট করতে হয়।’ মাহিরা ফাওয়াদ খানের বিপরীতে ‘হামসফর’ টিভি সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। বলিউডের ‘রইস’-এ তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ