বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বাঘার মাষ্টারপাড়া এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে বিবেক কুমার (১৩) নামের এক স্কুলপড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে মাষ্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিবেক কুমার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও আড়ানী পৌর মাছ বাজার এলাকার সুইপার সুবাস কুমারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়ানী পৌর মাছ বাজার এলাকার বিবেক কুমার নিজ বাড়িতে দীর্ঘদিন থেকে কবুতর পালন করতেন। তার কবুতরগুলো সকালে খাঁচা থেকে ছেড়ে দেন। পরে দুইটি কবুতর খোঁজ করে রা পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে আড়ানী পৌর বাজারের পূর্ব পাশে আড়ানী মাষ্টারপাড়া এলাকায় আপেল মাহমুদের বাড়ির পাশে বিদ্যুতের তারে বসে থাকতে দেখে। পরে বিবেক কুমার আপেল মাহমুদের বাড়ির ছাদের উপর উঠে বিদ্যুতের তারে বসা কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাস্তায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে তার বাবা সুবাস কুমার বলেন, সকালে কবুতর ছেড়ে খেতে দিতে দেখি। কিছুক্ষণ পরে হারানো দুইটি কবুতর খোঁজ করতে গিয়ে আড়ানী মাষ্টারপাড়ায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে রাস্তায় পড়ে মারা যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।