মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাড়িতে তৈরি করা বিষাক্ত মদপানে ইরানে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির দক্ষিণাঞ্চলে ঘটেছে এই ঘটনা। রবিবার (৮ মে) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান আধা সরকারি নিউজ ওয়েবসাইট তাসনিমকে বলেন, উপকূলীয় শহর বন্দর আব্বাসে মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় ১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
নওরোজিয়ান বলেন, বিষাক্ত মদ পানের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত ৭৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪৫ জনের ডায়ালাইসিস করতে হয়েছে এবং চারজন দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছেন।
বাড়িতে মদ তৈরি ও বিক্রির অভিযোগে দেশটির পুলিশ চলতি মাসের প্রথম দিকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।