Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে তরুণের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ৫:৪৮ পিএম

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সোহাইল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। তিনি নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার গোলাম আযমের ছেলে।

রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক বলেন, রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শুক্রবার থেকে স্থানীয় পর্যায়ে ইজতেমা শুরু হয়েছে। সোহাইলও ইজতেমায় অংশ নিয়েছিলেন। দুপুরে ইজতেমায় অংশগ্রহণকারী আরও কয়েকজনের সঙ্গে ঈদগাহ মাঠসংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামেন। হঠাৎ করে তিনি তলিয়ে যান। এরপরই তাঁর সঙ্গে থাকা অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর সোহাইল পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হেেয়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ