মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ রবিবার (২৪ এপ্রিল) ফ্রান্সের দ্বিতীয় পর্বের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেখানেই মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং মেরি লা পেন। ২০১৭ সালেও এই দুই জন রান-অফে লড়াই করেছিলেন। কট্টর ডানপন্থি মেরি লা পেন তখন রাজনীতিতে নবাগত ম্যাক্রঁর মুখোমুখি হয়েছিলেন। শেষ পর্যন্ত ম্যাক্রঁই শেষ হাসি হেসেছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন দুটি পর্বে হয়ে থাকে। প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ড বা রান-অফে অংশ নিতে হয়। প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী রান-অফে অংশ নিতে পারেন। গত ১০ এপ্রিল প্রথম রাউন্ডের ভোটে ১২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই পর্বে ম্যাক্রঁ এবং লা পেন সবচেয়ে বেশি ভোট পান। কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আজ তারা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেবেন। সিএনএন অনুমোদিত বিএফএম টিভির এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ ভোটার তাদের দুই জনের মধ্যে ম্যাক্রঁকে প্রেসিডেন্ট হিসেবে বেশি পছন্দ করেন।
জরিপ কী বলছে
পলিটিকো ও সিএনএন বলছে, ২০১৭ সালের নির্বাচনের চেয়ে এবার ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হবে। ম্যাক্রঁ এবং লা পেন উভয়েরেই ২০১৭ সালের তুলনায় এ বছর প্রথম রাউন্ডে মোট ভোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, ম্যাক্রঁ আজকের ভোটে লা পেনের বিরুদ্ধে মাত্র ৫১ শতাংশ ব্যবধানে জয়ী হতে পারেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে লা পেনের পারফরম্যান্স ছিল তার তিনবারের মধ্যে তার সেরা ফলাফল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।