Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়ার বিয়ে পরবর্তী সাজ নিয়ে নেটিজেনদের কটাক্ষ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ২:৫০ পিএম

বিয়ের পর একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন না রণবীর কাপুর ও আলিয়া ভাট। গেল ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। হাতের মেহেদি না শুকাতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর-আলিয়া দম্পতি। তবে কাজের প্রতি তাদের পেশাদারিত্বের চেয়ে আলোচনায় উঠে এসেছে আলিয়ার সিঁথিতে সিঁদুর না পরার বিষয়টি। এমনকি পাঞ্জাবি রীতিতে বিয়ে করলেও হাতে চূড়া পরেননি এই অভিনেত্রী। আর তাতেই নেটিজেনদের কেউ কেউ আপত্তি জানিয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) প্রযোজনা সংস্থা টি-সিরিজের অফিসের সামনে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা। আর মঙ্গলবার (১৯ এপ্রিল) ফ্রেমবন্দি হলেন আলিয়া। এদিন তাকে বিমানবন্দরে দেখা গেছে। ঝলমলে গোলাপি সালোয়ার-কামিজে বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে এলেন এ অভিনেত্রী।

বিয়ের পর যেন আলিয়ার মুখে ফুটে উঠেছে অদ্ভূত সুন্দর গ্লো। খুশিতে উজ্জ্বল তার চোখ-মুখ। মেহেদির রঙ এখনো ঝাপসা হয়নি। হাতে জ্বলজ্বল করছে রণবীরের পরিয়ে দেওয়া হিরের আংটি। পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে ভেতরে ঢুকে গেলেন আলিয়া। কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।

নেটিজেনরা আসলে নতুন বউ হিসাবে আলিয়ার এই সাজ মেনে নিতে পারছেন না। আলিয়ার কপালে না আছে সিদুঁর, না রয়েছে হাতে শাখা। আলিয়াকে দেখে বোঝার উপায় নেই তিনি ‘বিবাহিতা’। আর এ নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের।

আলিয়াকে কটাক্ষ করে একজন লিখেছেন, ‘নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা অনেক ভালো ছিল।’ অপর একজন লিখেছেন, ‘কেমন ম্যাড়ম্যাড়ে দেখাচ্ছে।’ অন্য একজনের মন্তব্য, ‘সুন্দর লাগছে আলিয়া, কিন্তু সিঁদুর আর লাল চুরি পরলে আরও ভালো মানাত।’ তবে আলিয়ার তাতে খেয়াল নেই। রণবীরের মতো তিনিও কাজে মন দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, করণ জোহারের নতুন সিনেমা ‘রকি আর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জন্য রাজস্থানের জয়সালমের উদ্দেশে রওনা দিয়েছেন আলিয়া। বিয়ের দুদিন আগেও এই সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে ব্যস্ত ছিলেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র নায়িকা।

আরও জানা গেছে, জয়সালমের শুটিং পর্ব শেষে সিনেমার দ্বিতীয় পর্ব শুট করতে সুইজারল্যান্ড যাবেন করন জোহার। আল্পস পর্বতের মনোরম প্রকৃতির মাঝে দুটি গানের পাশাপাশি ছবির বেশ কিছু দৃশ্যেরও শুটিং করবেন তিনি। তারপর দুবাই ফিরবে টিম ‘রকি অউর রানি’। ঘটনাসূত্রে তখন দুবাইতে থাকবেন রণবীর কাপুরও। সেখানেই হানিমুন করবেন নবদম্পতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ