Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কড়া নিরাপত্তা সত্ত্বেও অনলাইনে ফাঁস ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২২, ১:২৮ পিএম

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মুক্তি পেয়েছে যশ অভিনীত বহু প্রতীক্ষিত ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ সিনেমাটি। থালাপতি বিজয়ের ‘বিস্ট’ ফ্লপ হওয়ার পর কেজিএফের দিকে নজর ছিল দর্শকদের‌। ব‍্যর্থ করেননি যশ। প্রথম দিনেই নাকি বেশ ভাল ব‍্যবসা করেছে কেজিএফ এর সিক‍্যুয়েল সিনেমাটি। এর মধ‍্যেই কড়া নিরাপত্তা সত্ত্বেও মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেল ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’।

অভিযোগের আঙুল উঠছে কুখ‍্যাত তামিল রকার্স, মুভিরুলজ, টরেন্ট সহ বেশ কিছু অনলাইন সাইটের দিকে। অনেক নিরাপত্তা, এমনকি স্বয়ং পরিচালক প্রশান্ত নীলের অনুরোধ সত্ত্বেও থামানো গেল না এই কীর্তি। এতে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ যশের অনুরাগীরা।

ফিল্ম সমালোচকরা আগেই জানিয়েছিলেন, ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ বক্স অফিসে সুনামি আনবে। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ‘আরআরআর’ কেও ছাপিয়ে গিয়েছে এই সিনেমা। করোনা পরবর্তী সময়ে এই সিনেমার টিকিটই সবথেকে বেশি আগাম বিক্রি হয়েছে। মুক্তির দিন থেকেই নিরাশ করেনি কেজিএফ। প্রথম দিনের দর্শকদের মতে, সিনেমাটির সবকিছুই প্রশংসনীয়।

এদিকে ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ মুক্তির আগের দিন (১৩ এপ্রিল) পরিচালক প্রশান্ত নীল টুইটারে অনুরোধ জানিয়েছিলেন, সকলে যেন প্রেক্ষাগৃহে গিয়েই সিনেমাটি দেখেন। তিনি লিখেছিলেন, ‘আট বছরের ঘাম, রক্ত আর চোখের জল গিয়েছে কেজিএফ বানাতে। আমরা অনুরোধ করছি কেজিএফ চ‍্যাপ্টার ২ দেখার সময় ভিডিও তুলে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার না করতে। চলুন সকলে প্রেক্ষাগৃহে গিয়ে কেজিএফ এর বিশালত্ব অনুভব করি। আর যারা ছবিটি দেখার জন‍্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষাটা নষ্ট না করে দিই।’

তিনি আরো লিখেছিলেন, দর্শকরা যদি ভিডিও তুলে অনলাইনে শেয়ার না করেন তবেই পাইরেসি আটকানো সম্ভব। কিন্তু লাভের লাভ কিছুই হল না। যদিও যশ ভক্তরা অনুরোধ করছেন, ছবিটি অনলাইনে না দেখে বড়পর্দায় গিয়েই দেখতে।

‘কেজিএফ চ‍্যাপ্টার ২’-এ যশের অভিনয় আর প্রশান্ত নীলের পরিচালনা তো রয়েছেই। এছাড়াও ধামাকাদার সংলাপ, চমকে দেওয়ার মতো সেট আর দুর্দান্ত এন্ডিং মুগ্ধ করেছে দর্শকদের। যশ ছাড়াও ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’-তে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপির ব্যবসা করে। বিশ্লেষকেরা আশা করছেন, চ্যাপ্টার ২ সহজেই ওই আয় ছাড়িয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ