Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের জন্য মাত্র পাঁচ দিনের ছুটি আলিয়ার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৫:৫৬ পিএম

অনেক আলোচনা ও প্রতীক্ষার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে তাদের মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই। বিয়ের জন্য নাকি মাত্র পাঁচ দিনের ছুটি নিয়েছেন বলিউডের ব্যস্ততম অভিনেত্রী আলিয়া ভাট।

যদিও বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ করছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন।

তবে শোনা যাচ্ছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই আলিয়া ভাট যোগ দিবেন ‘রকি অর রানি কি প্রেম কহানি’ সিনেমার শুটিংয়ে। এই সিনেমাটি পরিচালনা করছেন করন জোহার। তিনিও আছেন আলিয়ার বিয়েতে। এই দুজন বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও বাকিদের নিয়ে মুম্বাইয়ে চলছে এই সিনেমার কাজ। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে আলিয়ার বিপরীতে অভিনয় করছেন রনবীর সিং।

উল্লেখ্য, আগামীতে রণবীর-আলিয়াকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২। বলিউডে আলিয়া অভিনীত সর্বশেষ দুই সিনেমা বক্সঅফিসে তুলুল সাড়া ফেলেছে। বিশেষ করে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ