পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হঠাৎ করেই কক্সবাজারে খুন-খারাবি, চুরি-ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। গত ১৫ দিন থেকে প্রতিদিন বিরামহীনভাবে ঘটে চলছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এতে করে মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা যেমন বেড়ে গেছে তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এদিকে গত মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় আমতলা নামক স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বাস টার্মিনাল থেকে শহরে যাওয়ার সময় ছিনতাইকারীরা আবুল কালামকে ছুরিকাঘাত করে। এসময় টমটম চালক মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
জানা গেছে, নিহত আবুল কালাম মহেশখালী ধলঘাটা এলাকার হলেও সাগরে তাদের ভিটে বাড়ি বিলীন হওয়ায় স্বপরিবারে কক্সবাজার শহরের হাজির পাড়ায় বসবাস করে আসছিলেন। স্বজনরা জানান, কিছুদিন সাউদী আরবেও ছিলেন তিনি। এখন চট্টগ্রামে আমদানি-রপ্তানি কারক প্রতিষ্ঠানে চাকুরি করেন। পহেলা রমজান তিনি কক্সবাজার বাসায় আসেন।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির আইসি মো. আনোয়ার হোসেন জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। ঘাতকদের শনাক্ত করতে মাঠে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবির পৃথক টিম কাজ করছে বলে জানান তিনি।
এদিকে এই ঘটনার পর রাত পৌনে ১২টার দিকে পুলিশ সুপারের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার সদরের এমপি সাইমুম সরওয়ার কমল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এই নৈরাজ্য বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।