Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার পরিচালকের ভূমিকায় সালমান খান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ১১:৪৪ এএম

নায়ক, প্রযোজকের পর এবার পরিচালক হতে যাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কিছুদিন আগেই সালমানের ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এরপরই সালমান জানান, তিনিই এবার সিনেমাটির প্রযোজনা করবেন। তবে বলিপাড়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে, শুধু প্রযোজনা নয় এ সিনেমার পরিচালকও তিনি।

বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং ফ্লোরে গড়াতে যাওয়া ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমাটি পরিচালনা করতে পারেন সালমান নিজেই কিংবা যৌথভাবে পরিচালনা করতে পারেন ফরহাদ সামজির সঙ্গে। সালমান খান নিজেই যে ছবি পরিচালনা করতে চান তা অনেকদিন আগেই ঘনিষ্ঠদের কাছে জানিয়েছেন বলে গণমাধ্যমটি দাবি করছে। অবশেষে মিলেছে সুযোগ।

আরও গুঞ্জন শোনা যাচ্ছে, স্ক্রিপ্ট জটিলতায় ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। মূলত এই ছবির শুট করতে কিছুটা সময় চেয়েছিলেন সাজিদ। কিন্তু চলতি বছরের শেষেই মুক্তি পাবে ছবি ভক্তদের আগাম জানিয়েছেন সালমান। তাই সাজিদের কাছ থেকে ছবির সব স্বত্ব কিনে নিয়েছেন সালমান খান। এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

এদিকে ফিল্মফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলের শেষে সিনেমাটির শুট শুরু হতে পারে ফিল্ম সিটি প্রাঙ্গণের হেলিপ্যাড এলাকায়। চলতি বছরের ৩০ ডিসেম্বর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ