Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ দেশের জন্য মন পুড়ছে জ্যাকুলিনের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৪:২৬ পিএম

অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কায় হাহাকার, মানুষের ঘরে খাদ্য নেই, জ্বালানি তেল নেই; দিনে টানা ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং চলছে। নিত্যপণ্যের দাম তরতর করে বাড়ছে। দিনে দিনে সবকিছু চলে যাচ্ছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পরিস্থিতি সামলাতে না পেরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে হাজারও মানুষ। ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। এমন ভয়াবহ সংকটের সময়ে নিজ দেশের কথা স্মরণ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কার সংকট নিয়ে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন তিনি।

জ্যাকুলিন জানান, এই প্রসঙ্গে বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দিন ধরে মতামত পাচ্ছেন৷ তবে তিনি মনে করেন, এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো ৷

জ্যাকুলিনের ভাষ্য, ‘একজন শ্রীলঙ্কান হিসেবে আমার দেশ ও দেশের মানুষ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। ঘটনা শুরুর পর থেকেই হাজার রকম মতে আমি প্লাবিত হয়েছি। তবে আমি বলতে চাই, এত দ্রুত কোনও বিচার বা সিদ্ধান্তে যাবেন না। কেবল একটা গ্রুপের কথায় অসম্মানও করবেন না। বিশ্ব আর আমার দেশের মানুষ কোনও বিচার-বিশ্লেষণের প্রয়োজন নেই এখন, তারা চায় কেবল সমানুভূতি ও সমর্থন। আপনারা তাদের ভালো চেয়ে দুই মিনিট নীরবে প্রার্থনা করুন, দেখবেন আপনার পরিস্থিতি না বুঝে মন্তব্য করার চেয়ে এটা বেশি কাজে দেবে।’

শ্রীলঙ্কান নাগরিকদের প্রতি জ্যাকুলিনের বক্তব্য, ‘আমি আশা করছি এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে৷ সাধারণ মানুষের জন্য যা শান্তি ও হিতকর পথ, সেই পথেই সমাধান আসবে বলে আমার ধারণা৷ যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের অসীম শক্তির জন্য প্রার্থনা করছি৷ সর্বত্র শান্তি আসুক৷’

উল্লেখ্য, জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন। ২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী ‘আলাদিন’ চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক ‘থ্রিলার মার্ডার ২’। পরবর্তীতে তিনি ‘হাউজফুল ২’ ‘রেস ২’ ‘কিক’ ‘ব্রাদার্স ‘হাউজফুল ৩’ ‘ডিশুম’ সিনেমাতে অভিনয় করেন। বর্তমানে কাজের সুবাদেই মুম্বাইতে বসতি গড়েছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ