Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় আহত মালাইকা, ভর্তি হাসপাতালে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১০:২২ এএম

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার (২ এপ্রিল) রাতে বোম্বের পানভেলের কাছে খোপোলি এক্সপ্রেসওয়েতে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর তিনটি গাড়িকে পর পর ধাক্কা দেয়। এরপর মালাইকাকে দ্রুত বোম্বের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মুম্বাই-পুনে হাইওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। এ সময় তার গাড়িটি দুটি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে যায়। অতঃপর তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাকি দু’টি গাড়ির চালকরা পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে। তাই তারা কতটা আহত, তা স্পষ্ট নয়।

তবে গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

এদিকে খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে জায়গায় ওই দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ