Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাধা দিলে ছুরিকাঘাতে খুন করে ছিনতাইকারীরা

গরিবের চিকিৎসক বুলবুল হত্যা : গ্রেফতার ৪

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর শেওড়াপাড়ায় ‘গরিবের ডাক্তার’ খ্যাত দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে ডিবি। গত মঙ্গলবার দিবাগত রাতে মিরপুর, পল্লবী এলাকা ও সাভার থানাধীন কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চিকিৎসক বুলবুলের খোয়া যাওয়া মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মা. রায়হান ওরফে সোহেল আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান হৃদয় (২৩) ও সোলায়মান (২৩)। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আগেও ছিনতাইয়ের অভিযোগে রায়হান ও রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিছুদিন আগে জামিনে বেরিয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন তারা। ডিবির কর্মকর্তারা বলছেন গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকা থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড যাবার পথে চিকিৎসক বুলবুলের রিকশার গতি রোধ করে ছিনতাইকারীরা। এ সময় তার ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শুধু মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায় তারা।

হাফিজ আক্তার বলেন, নিহত বুলবুল আহমেদ পেশায় একজন দন্তচিকিৎসক এবং প্রথম শ্রেণির ঠিকাদার ব্যবসায়ী। তিনি ১৫/২০ দিন আগে নোয়াখালী এলাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ পান। গত ২৭ মার্চ সকাল সোয়া ৫টার দিকে নোয়াখালী যাওয়ার উদ্দেশে পশ্চিম শেওড়াপাড়াস্থ আনন্দবাজার এলাকার বাসা থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড যাওয়ার উদ্দেশে রিকশায় রওয়ানা হন। ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাজীপাড়ার বেগম রোকেয়া সরণি নাভানা ফার্নিচার শোরুম ও আমসিকো ফার্নিচার শোরুমের সামনে পৌঁছালে গ্রেফতার চার ছিনতাইকারী রিকশার গতিরোধ করে বুলবুলের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ভিকটিম বাধা দিলে ধারালো ছুরি দিয়ে তার ডান হাঁটুর ওপর আঘাত করে গুরুতর জখম করে। তবে তার চিৎকারের কারণে শুধু মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে বিহঙ্গ বাসের চালক ও হেলপারের সহযোগিতায় ভিকটিমকে প্রথমে স্থানীয় আল-হেলাল হাসপাতাল ও পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্র্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবির এই কর্মকর্তা বলেন, গত ২৭ মার্চ ভোর চারটায় গ্রেফতার ৪ জনসহ মোট পাঁচজন মিরপুর পশ্চিম কাজীপাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হন। আসামিরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, নিহত বুলবুলের ফার্মগেট যাওয়ার কথা থাকলেও উল্টোদিকে যাওয়ার বিষয়টিও আমলে নিয়ে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তারা পেশাদার ছিনতাইকারী। আর দন্তচিকিৎসক বুলবুল হত্যার ঘটনাটি অজানা কারণে খুন হিসেবে তদন্ত শুরু হয়েছে। এটা হত্যার পাশাপাশি ডাকাতি মামলা হিসেবে টার্ন করবে।

অপর এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, কোনো ঘটনা ঘটলে গোয়েন্দা পুলিশের কাজ ক্লু উদ্ধার করা ও কারা জড়িত তাদের চিহ্নিত করা। আর এই ঘটনার প্রমাণ হলো, চারজনকে গ্রেফতার ও নিহতের মোবাইলে ফোন উদ্ধার করা এবং তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মামলা তদন্তের সময় সবদিকই বিবেচনা করা হবে, তবে প্রাথমিকভাবে এটিকে ছিনতাই বলে মনে হচ্ছে।



 

Show all comments
  • ওসমান ৩১ মার্চ, ২০২২, ৯:২৪ এএম says : 0
    চারজনকেই করাস ফায়ার কোন কথা নাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ