Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাওলানা শামছুদ্দিন সাহেবের ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের শোক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২২, ৮:৩৪ এএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি,ও বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি, বগুড়ার অধিকাংশ আলেম ওলামা, পীর-মাশায়েখের উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসা বগুড়ার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা মাওলানা শামছুদ্দিন গতকাল রোববার ভোর ৬ টায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাধ্যক্য জনিত শারীরিক অসুস্থতায় বগুড়ার সাইক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্তেকাল কালে তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য ভক্ত-অনুরক্ত, গুনগ্রাহী রেখে গেছেন। দুপুর ৩ টায় তাঁর নিজ কর্মস্থল শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসা বগুড়ার ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর তাঁর নিজ গ্রাম কৃষ্ণপুর (মির্জাপুর) ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়ে পরবর্তিতে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পার্শ্বে তাঁকে দাফন করা হয়। স্থানীয় সাংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ হাবিবর রহমান, পৌর মেয়র জনাব জানে আলম খোকা, বগুড়া জেলা জমিয়াত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারি’সহ জেলা জমিয়াত নেতৃবৃন্দ, পার্শবর্তী জেলাসমূহের জমিয়াত নেতা এবং বিভিন্ন মাদরাসা প্রধান ও শিক্ষকগণ মাওলানা শামছুদ্দিন সাহেবের জানাজায় অংশনেন। এমন একজন প্রবীণ আলেমেদ্বীন ও শিক্ষক নেতার ইন্তেকালে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী এক বিবৃতিতে বলেন, মাওলানা শামছুদ্দিন সাহেব মরহুম মগফুর মাওলানা এম এ মান্নান (রহ.) এর একান্ত বিশ্বস্ত, আস্থাভাজন ও ঘনিষ্ঠজন ছিলেন। শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার পর থেকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তিনি জমিয়াতুল মোদার্রেছীনের সাথে থেকে মাদরাসা শিক্ষা উন্নয়নে ব্যপক ভুমিকা রেখেছেন। বগুড়া জেলাসহ দেশের সকল মাদরাসা শিক্ষকদের ঐক্যবদ্ধ রাখার ব্যপারে তিনি সর্বদাই সচেষ্ট থাকতেন।

সবশেষে জমিয়াত নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি এমন শোকার্ত মুহুর্তে যাতে তাঁর পরিবার পরিজন ধৈর্যধারণ করতে পারেন সেজন্য আল্লাহর দরবারে দুয়া প্রার্থনার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ