Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কের শেষ নেই : অন্য ছবি চালাতে দিচ্ছে না বিজেপিকর্মীরা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:৪৮ পিএম

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কের শেষ নেই। ২০০ কোটি রুপি ব্যবসার পথে থাকা এ ছবির সঙ্গে অন্য কোনো ছবি মেনে নিতে নারাজ উগ্রবাদী। এর জেরে ভারতের কয়েকটি হলে বিজেপি ঘনিষ্ঠ অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ ছবিটি তোপের মুখে পড়েছে।

দেশটির সংবাদমাধ্যমের খবর, সোমবার সম্বলপুরে জোর করে এক দল সন্ত্রাসী ‘বচ্চন পাণ্ডে’র প্রদর্শন বন্ধ করে দেয়। তাদের দাবি, প্রেক্ষাগৃহে শুধু বিবেক অগ্নিহোত্রীর ছবিই দেখানো হবে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও’তে দেখা যায়, একটি মাল্টিপ্লেক্সে আচমকাই এক দল লোক ঢুকে পড়ে। গায়ের জোরে অক্ষয়ের ছবি দেখানো বন্ধ করে দিচ্ছে তারা।

পরে মাল্টিপ্লেক্সের পক্ষ থেকে ঘটনা সম্বন্ধে সবিস্তার জানানো হয় সংবাদমাধ্যমকে। কর্তৃপক্ষ আক্ষেপ করে বলেন, ‘এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় কিচ্ছু নেই। যে কোনো সময়ে যা খুশি ঘটতে পারে। ছবি দেখার বা দেখানোর স্বাধীনতাটুকুও এ দেশের বাসিন্দাদের নেই!’

আরেক হলমালিকের কথায়, ‘এই ধরনের গোলযোগ সৃষ্টিকারীরা ১০, ২০, ৫০ বা ১০০ জনের দল তৈরি করে প্রেক্ষাগৃহে আসছে। তাদের কিছু লোক শান্তিপূর্ণভাবে ছবিটি দেখছে। কিছু অযথা গন্ডগোল সৃষ্টি করছে। এমনই একটি দল প্রেক্ষাগৃহের কর্মীদের সঙ্গে মারামারিও করেছে। তাদের অভিযোগ, আমরা নাকি ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য কেটে বাদ দিয়ে দিচ্ছি! আমরা কিছুতেই তাদের বোঝাতে পারছি না, ডিজিটালের যুগে চাইলেই এ ভাবে কোনো দৃশ্য কেটে বাদ দিয়ে দেওয়া যায় না।’

এর আগে কম বাজেটের ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখা করেছেন ছবির কলা-কুশলীদের সঙ্গে। সমালোচকদের নিয়েও বিরূপ মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে অক্ষয় কুমারের সঙ্গে তার সম্পর্ক বলিউডের অন্য যে কোনো তারকার চেয়ে ঘনিষ্ঠ। এ ছাড়া অক্ষয়ই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পক্ষে কথা বলেছেন। কিন্তু ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে তার গ্যাংস্টার চরিত্রটি হিন্দু হওয়ায় বয়কটের ডাকও উঠেছে সম্প্রতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ