প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বলিউড ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। ১৯৯০ সালে কাশ্মীর থেকে হিন্দু পন্ডিতদের উৎখাতের ঘটনা নিয়ে নির্মিত এই ছবিকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সিনেমা বলে উল্লেখ করেছেন অনেকেই। এবার সিনেমাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। তার মতে, এই সিনেমার ফলে ভারতীয় সমাজ ভেঙে টুকরো হয়ে যেতে পারে!
সম্প্রতি ভারতের জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেতা বলেছেন, ‘হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই এই ভারতের বাসিন্দা। দুই সম্প্রদায়ের মানুষ শান্তি, সৌহার্দ-সম্প্রীতিতে বসবাস করে। কারণ তাদের একে-অন্যকে প্রয়োজন। পরস্পরকে ছাড়া থাকতে পারবেনও না তারা। কিন্তু কোনো এক সিনেমার জন্য এই দুইয়ের মধ্যে বিভাজনের পরিস্থিতি তৈরি হওয়া ঠিক নয়। দেখতে হবে সবাই যেন শান্তিতে থাকেন। এমন সিনেমা বানিয়ে যারা এই শান্তি ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে জবাব চাওয়া উচিত। তাদের বুঝিয়ে দেওয়া উচিত, এমন করলে সমাজটাই টুকরো টুকরো হয়ে যাবে।’
‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে দুটি ভিন্ন মতামত উঠে আসছে ভারতীয় একাধিক গণমাধ্যমে। ভারতের অধিকাংশ মানুষ এটিকে সমর্থন দিচ্ছেন। বিশেষ করে হিন্দুরা সিনেমাটিকে কেন্দ্র করে বেশ রসালো আলোচনা করছেন। অন্যদিকে ভারতের মুসলিমরা দাবি করছেন, সিনেমায় তাদেরকে ইচ্ছাকৃতভাবে শত্রু রূপে দেখানো হয়েছে। যা আসলে তারা নন।
‘দ্য কাশ্মীর ফাইলস’-এ যা দেখানো হয়েছে, তার বিরোধিতা করেছেন কাশ্মীরের বর্তমান পন্ডিতরাও। তাদের বক্তব্য, ছবির কাহিনি মনগড়া। কাশ্মীরে বছরের পর বছর হাজার হাজার মুসলমানদের হত্যা করা হয়েছে, উৎখাত করা হয়েছে, সেসব স্থান পায়নি ছবিতে। সেখানে শুধু দেখানো হয়েছে হিন্দু পন্ডিতদের উৎখাতের কাহিনি, যা পুরোপুরি সত্য নয়।
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি মুক্তির আগে তেমন প্রচার-প্রচারণা দেখা যায়নি। কিন্তু মুক্তির পরপরই সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতজুড়ে ইতোমধ্যেই সিনেমাটি ঝড় তুলেছে। মাত্র ৯ দিনে বলিউড বক্স অফিস কাঁপিয়ে ইতোমধ্যেই প্রায় দুই শ’ কোটি রুপি আয় করেছে। ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমার এমন অবিশ্বাস্য সাফল্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও চলছে আলোচনা। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।