মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, সময় প্রমাণ করবে যে, ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে চীন।
তিনি জানান, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনলাইন সংলাপে বলেছেন, ইউক্রেন পরিস্থিতি এমন অবস্থায় উন্নয়ন হয়েছে, যা চীন দেখতে চায় না। চীন বরাবরই শান্তিকে সমর্থন এবং যুদ্ধের বিরোধিতা করে।
তিনি বলেন, চীন ইতোমধ্যে ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে ছয়টি প্রস্তাব উত্থাপন করেছে। ইউক্রেন ও সংকট দ্বারা প্রভাবিত অন্য দেশকে মানবিক সহায়তা প্রদান করেছে বেইজিং।
তিনি আরো বলেন, বিভিন্ন পক্ষের উচিত একযোগে রাশিয়া-ইউক্রেন সংলাপকে সমর্থন দেয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উচিত রাশিয়ার সাথে সংলাপ চালানো। তাতে ইউক্রেন সংকট সমাধান হবে এবং রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা উদ্বেগের সমাধান করা যাবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।