Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোলি উৎসবে বলিউড পরিচালকের ছেলে বলি!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১০:৪১ এএম | আপডেট : ১১:০৯ এএম, ১৯ মার্চ, ২০২২

রঙের উৎসব হোলি। প্রতি বছর একটি দিনে একে অন্যকে আবির মাখিয়ে দিনটি উদযাপন করে। শুক্রবার ভারতবর্ষের মানুষ এই উৎসবে মেতে ওঠে।

এদিকে এই হোলির দিনে বলিউডে নেমে আসে শোকের ছায়া। এ দিন ছাদ থেকে পড়ে মারা যান চলচ্চিত্র পরিচালক গিরিশ মালিকের ছেলে মান্নান। তার বয়স হয়েছিল মাত্র ১৭ বছর।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকালেই বাড়ি থেকে হোলি খেলতে বেরিয়েছিলেন মান্নান। সময়মতো বাড়িও ফিরে আসেন তিন। তারপর পাঁচতলার ছাদ থেকে তার পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। তবে কীভাবে ঘটনাটি ঘটল— সেটা কেউ বলতে পারছেন না।

দুর্ঘটনার পর মান্নানকে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন গিরিশ। পরে প্রযোজনা ও পরিচালনার জগতে প্রবেশ করেছেন। তার পরিচালিত ‘তোরবাজ’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত।



 

Show all comments
  • বাশীরুদ্দীন আদনান ১৯ মার্চ, ২০২২, ১২:১৫ পিএম says : 0
    বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলি

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ