Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনই আলোচনায় বসুন, অন্যথায় কঠিন পরিণতির হুঁশিয়ারি জেলেনস্কির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২২, ১০:০৮ এএম

কোনও বিলম্ব না করে এখন অর্থপূর্ণ শান্তি ও নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার ভোরে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। জেলেনস্কি বলেন, “রাশিয়ার জন্য এটাই একমাত্র সুযোগ নিজের ভুলের কারণে আক্রমণ চালানোর মতো পদক্ষেপ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার। -বিবিসি

 

এখনই সময় বৈঠকে বসার, এখনই আলোচনার সময় এবং এখনই সময় আঞ্চলিক অখণ্ডতা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার পুনরুদ্ধারের, যোগ করেন জেলেনস্কি। অন্যথায়, ''রাশিয়ার এমন ক্ষতি হবে, যা পূরণ করতে কয়েক প্রজন্ম লেগে যাবে,” হুঁশিয়ারি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।



 

Show all comments
  • তফসির আলম ১৯ মার্চ, ২০২২, ১২:১৮ পিএম says : 0
    হুঁশিয়ারিতে কোন কাজ হবে না। রাশিয়ার দাবি মেনে নেয়া ছাড়া কোন উপায় নেই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলেনস্কি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ