Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ওটিটিতে আসছেন কারিনা কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১১:১৬ এএম

ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউডের তারকা অভিনেত্রী করিনা কাপুর খান। বাঙালি পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে আসছেন তিনি। জাপানি লেখক কেইগো হিগাসিনো-র ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এস’-র বলিউড ভার্সন আসছে নেটফ্লিক্সে। সেখানে করিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জয়দীপ আহাতওয়াত ও বিজয় বর্মা।

সম্প্রতি নেটফ্লিক্স এক টুইটে জানায়, ‘নেটফ্লিক্সের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর খান। থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করবেন জয়দীপ, বিজয় ভার্মা। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ।’

লম্বা বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কারিনা বলেন, ‘ছবিটির অংশ হতে পেরে আমি বিভিন্ন কারণে উচ্ছ্বসিত। নেটমাধ্যমে এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়েই আবার অভিনয়ে ফিরছি।’

পরিচালক সুজয় ঘোষের প্রশংসা করে কারিনা বলেন, ‘ওর কাজ দেখেছি। বলাই বাহুল্য ওর ছবি দারুণ লাগে, কাজের নিজস্ব ধরন আছে। তাছাড়া ও কী করতে চাইছে সেই বিষয়েও নিশ্চিত থাকে।’

জেহ-এর জন্মের পর এই সিনেমার মাধ্যমেই অভিনয়ে ফিরতে চলেছেন কারিনা কাপুর। তবে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে তা জানা যায়নি। এটি প্রযোজনা করছে ১২তম স্ট্রিট এন্টারটেইনমেন্ট, নর্দান লাইটস ফিল্মস, ক্রস পিকচার্স।

এছাড়া আগস্টে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন কারিনা। সঙ্গে থাকছেন আমির খান। অনেকবার মুক্তির তারিখ পিছনোর পর নতুন করে ১১ আগস্ট মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে সিনেমাটির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ