মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আইফেল টাওয়ারের উচ্চতা নিয়ে ভ্রম। ''দেখো আমি বাড়চ্ছি মাম্মি'', জনপ্রিয় হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনের কিশোরের মতো আচমকা আরও খানিকটা মাথাচাড়া দিয়ে উঠল আইফেল টাওয়ার। প্যারিসের প্রতীক এই স্থাপত্যের উচ্চতা বৃদ্ধির খবরে অবাক সকলে। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগের থেকে বর্তমানে আরও ৬ মিটার উচ্চতা বাড়ল এই ফ্রেঞ্চ মনুমেন্টের।
বিশ্বের আটটি আশ্চর্য স্থাপত্যের মধ্যে একটি আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার এতদিন ছিল ১,০৬৩ ফুটের। সম্প্রতি এই মনুমেন্টে বসেছে একটি ডিজিটাল রেডিও অ্যান্টেনা। সেই কারণেই উচ্চতা বেড়ে গিয়েছে আইফেল টাওয়ারের বলে দাবি সংবাদ সংস্থার। হেলিকপ্টারে করে সুউচ্চ আইফেল টাওয়ারের মাথায় বসানো হয় ডিজিটাল অডিও অ্যান্টেনা। এরপরই সব মিলিয়ে আইফেল টাওয়ারের উচ্চকা ৩২৪ মিটার থেকে বেড়ে দাঁড়ায় ৩৩০ মিটারে।
১৯ শতকে এই ফ্রেঞ্চ মনুমেন্টেটি তৈরি করে গুস্তাভে আইফেল। সৌধটি তৈরির সময়ই উচ্চতায় পিছনে ফেলে দেয় সেই সময়ের সবথেকে বড় সৌধ ওয়াশিংটন মনুমেন্টকে। সেই সময়ে মানুষের তৈরি সবথেকে লম্বা নির্মাণ কাজ ছিল আইফেল টাওয়ার। টানা চার দশক সেই তকমা বজায় রেখেছিল ফ্রান্সের প্রতীক, প্যারিসের পরিচয়। কিন্তু, ১৯২৯ সালে নিউ ইয়র্কের ক্রিসলার বিল্ডিং উচ্চতায় আইফেল টাওয়ারকে। প্রায় ১৩৩ বছরের পুরনো এই সৌধের আচমকা উচ্চতা বৃদ্ধি কেড়ে নিয়েছে নেটিজেনদের নজর।
আইএস একবার আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ২০০৯-এর হলিউডের একটি অ্যাকশন মুভি থেকে নেওয়া দৃশ্য দেখিয়ে ফ্রান্সের মানুষদের হুঁশিয়ারি দেয় জঙ্গি সংগঠন আইসিস। জঙ্গি হানা এড়াতে ২০১৭ সালে আইফেল টাওয়ার-এর চারপাশে বুলেটপ্রুফ কাচের দেওয়াল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুলেটপ্রুফ হওয়ার পাশাপাশি কাচের দেওয়ালটি এতটাই শক্ত যে, কোনও চলন্ত গাড়ি এসে ধাক্কা দিলেও, তা ভাঙবে না। এই কাচের দেওয়ালটি তৈরি করতে বাংলাদেশী মুদ্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়। জঙ্গি হানার হুমকির পরই টাওয়ারের নীচে যত্রতত্র ঘোরায় লাগাম পড়ে। আইফেল ঘিরে সাড়ে দশ ফুটের কিছু বেশি উঁচু ধাতব প্রাচীর তৈরি করা হয়। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।