Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখ পুত্র আব্রামের জন্মদিন উদযাপনের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১১:২১ এএম

বলিউড কিং শাহরুখ খান কে নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। ৯০ দশকের একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন। মানুষের কাছে তিনি এখন কিং খান নামেই পরিচিত। স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও দুই ছেলে আরিয়ান খান, আব্রাম খানকে নিয়ে তার সুখী পরিবার। ছোটো ছেলে আব্রাম কে শাহরুখ বরাবরই ক্যামেরার লাইমলাইট থেকে দূরে রেখেছেন। কিন্তু স্টার কিড হওয়ার কারণে আব্রামের একাধিক ছবি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

গত রবিবার (১৩ মার্চ) আব্রামের আরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রবিবার ছিল শাহরুখ পুত্রের জন্মদিন। আর এই জন্মদিন উদযাপনের বিশেষ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে শাহরুখ খানের পুরো পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ছবিতে শাহরুখ, গৌরী, সুহানা ও আব্রাম কে একসাথে দেখা গেছে। স্বপরিবারে শাহরুখ এর এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সকলেই এই ছবিতে নানান রকমের কমেন্ট করেছেন।

জানা গেছে, গৌরী ও শাহরুখ খানের ছোটো ছেলের জন্মদিন মুম্বাইয়ের তাজ হোটেলে বিরাট আয়োজনে পালন করা হয়েছে। ছেলের কথা মাথায় রেখেই অ্যাডভেঞ্চার থিমে জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। আব্রামের বন্ধুদেরও ঐদিন তার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছে। ছবিতে শাহরুখ খানের বোন শাহনাজ ও তার মেয়ে আলিয়া চিব্বা কেও দেখা যায়।

ছেলের জন্মদিন পার্টিতে কিং খান নীল রঙের একটি সুন্দর টি-শার্ট পড়েছিলেন। গৌরী খানের পরনেও ছিল নীল রঙের টপ। ছেলেকে কোলে নিয়ে তাকে আদর করতে দেখা গেছে অভিনেতাকে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৭শে মে সারোগেসি পদ্ধতির মাধ্যমে শাহরুখ খান এবং গৌরি খান আব্রামের জন্ম দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ