Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইউক্রেন ইস্যুতে ‘বিশেষ’ বৈঠকে বসছে ন্যাটো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১১:১৫ এএম

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিশেষ বৈঠকে বসবেন ন্যাটোভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা।

গতকাল সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে তুর্কী প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কও এই বৈঠকে অংশ নেবে।

এদিকে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের সর্বত্মক হামালার মুখে জীবন বাঁচাতে ইউক্রেন ছাড়ছেন দেশটির লাখ লাখ নাগরিক। এ পরিস্থিতিতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক ক্ষয়ক্ষতি রাশিয়াকে টলাতে পারছে না। বরঞ্চ রাশিয়া ইউক্রেনজুড়ে আক্রমণের পরিধি বৃদ্ধি করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ন্যান্সি পোলেসি।

ন্যান্সি জানিয়েছেন, ‘জেলেনস্কিকে কংগ্রেসে স্বাগতম জানানোর জন্য আমরা উদগ্রীব হয়ে আছি। সিনেটও আমাদের সাথে আছে। গণতন্ত্র রক্ষায় ইউক্রেনের সাহসী জনগণের প্রতি সমর্থন জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ মার্কিন সময় বুধবার সকাল নয়টায় জেলেনস্কি ভাষণ দেবেন বলেও জানিয়েছেন পোলেসি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে। সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ