Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বিবাহবিচ্ছেদের কারণ জানালেন আমির খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ২:১৬ পিএম

বলিউডের একসময়ের আলোচিত দম্পতি অভিনেতা আমির খান ও নির্মাতা কিরণ রাও। ১৫ বছরের দাম্পত্যের পর গেল বছরের জুলাই মাসে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তাদের বিবাহবিচ্ছেদের পর নানা রকম গুঞ্জন উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছিল যে এই অভিনেতা অন্য কারো সঙ্গে সম্পর্কের কারণে কিরণ রাওকে তালাক দিয়েছেন। ওইসময় দঙ্গল সিনেমায় একসঙ্গে কাজ করা ফাতিমা সানা শেখ-এর সঙ্গে আমির খানের প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠেছিল।

সম্প্রতি নিউজ ১৮ নামে এক ভারতীয় সংবাদমাধ্যমকে আমির খান তার বিবাহবিচ্ছেদের বিষয়ে বলেছেন, কিরণের সঙ্গে তালাক অন্য কারোর জন্য হয়নি। তখন তার জীবনে অন্য কেউ ছিল না, এখনও কেউ নেই। এছাড়াও তার প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ কিরণের কারণে হয়নি এমনটা জানিয়েছেন এই অভিনেতা।

আমির খান জানান, তিনি যখন রীনার থেকে আলাদা হয়েছিলেন তখন তার জীবনে কেউ ছিল না। যদিও তিনি কিরণকে চিনতেন, তবুও অনেক পরে তাদের বন্ধুত্ব হয়।

এর আগে ২০২১ সালের জুলাই মাসে, আমির এবং কিরণ একটি যৌথ বিবৃতিতে বলেছিলেন, এই ১৫টি বছরে আমরা একসঙ্গে সারাজীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগ করেছি এবং আমাদের সম্পর্ক শুধুমাত্র বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসায় বেড়েছে। এখন আমরা আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চাই। সেটি হলো- স্বামী এবং স্ত্রী হিসাবে আর নয়, বরং একে অপরের জন্য সহ-বাবা-মা এবং পরিবার হিসাবে।

বিবৃতিতে তারা বলেন, আমরা কিছু সময় আগে একটি পরিকল্পিত বিচ্ছেদ শুরু করেছি, এবং এখন এই ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছি।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে তিনবার প্রেমে ব্যর্থ হয়েছেন আমির খান। এক অনুষ্ঠানে তিনি জানান, ১০ বছর বয়সে তার জীবনে প্রথম প্রেম আসে। কিন্তু তার সেই ভালোবাসা ছিল একতরফা। তিনি প্রতিদিন মেয়েটিকে দেখতেন আর পাগল হতেন। মেয়েটি সামনে এলেই মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে থাকতেন।

এরপর ১৬ বছর বয়সে পাশের বাড়ির মেয়ে রিনা দত্তের প্রেমে পড়েন আমির। তিনিই প্রথম আমিরের প্রেমে সাড়া দিয়েছিলেন। তাই দেরি না করে রিনাকে বিয়ে করে ঘরে তোলেন এই অভিনেতা। তবে ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই ভালোবাসার ঘর ভেঙে যায়। ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। স্ত্রী-সন্তান নিয়ে সুখেই সংসার করছিলেন তিনি। কিন্তু সেই সংসারও টেকেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ