Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এস.এস. সি. পরীক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ৭:১৯ পিএম

 চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটী নামক স্হানে চলন্ত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক এস.এস.সি. পরীক্ষার্থী সাইফ অাহম্মেদ (১৬) নিহত হয়েছে। নিহত সাইফ হাজরাহাটীর মরহুম শরিফ আহম্মেদের ছেলে ও নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এস. এস. সি. পরীক্ষার্থী ছিলো।
আজ রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, সাইফ মোটরসাইকেল চালাতে গেলে হাজরাহাটীতেই সে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা মেরে গুরুতর অাহত হয়। তাকে তার স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ দুর্ঘটনার ব্যাপারে কারর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ