Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাচার খুনে ৩ ভাইয়ের ফাঁসি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

কক্সবাজারে চাচাকে তুলে নিয়ে গলাকেটে হত্যার দায়ে তিন ভাতিজাকে মৃত্যুদণ্ড এবং অন্য এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন একজন। গতকাল রোববার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোজাম্মেল হক আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আপন চাচা নুরুল হুদাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত অপহরণের ঘটনায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেন।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া তিন ভাই আবু বকর সিদ্দিক, ইউনুস হোছাইন মানিক ও ইব্রাহিম মোস্তফা আবু কাইয়ুম। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার নুর আহমদের ছেলে তারা। যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছে একই এলাকার নুরুল আজিজের ছেলে মো. সোহায়েতকে। এছাড়া একই গ্রামের মো. শেফায়েত নামে আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।

খুনের শিকার নুরুল হুদা (৬০) বদরখালী বাজারের ‘মামণি ক্লথ স্টোর’র মালিক এবং বদরখালী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মামলার নথিপত্রের ভিত্তিতে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ূব খান জানান, ২০১৬ সালের ৩০ জুন রমজানের সময় রাতে তারাবির নামাজ শেষে নুরুল হুদা বদরখালী বাজারের ফেরিঘাটে হোটেল মজিদিয়ায় বসে চা-নাস্তা খাচ্ছিলেন।
একপর্যায়ে আবু বক্করসহ ৫-৬ জন মিলে তাকে টেনে-হিঁচড়ে দোকান থেকে বের করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। অপহরণের মাত্র ২০ মিনিটের মধ্যে তাকে বদরখালীর তিন নম্বর ব্লকের টোটিয়াখালী এলাকার কিল্লায় নিয়ে গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায় আসামিরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নুরুল হুদার ছেলে মো. শাহজাহান বাদি হয়ে ২০১৬ সালের ৩ জুলাই চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। ২০১৬ সালের ১৮ নভেম্বর পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বিচার কার্যক্রম শুরুর পর ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করে রাষ্ট্রপক্ষ।

পিপি আইয়ূব খান জানান, অপহরণের অভিযোগে দণ্ডবিধির ৩৬৪ ধারায় পাঁচ আসামির মধ্যে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় খুনের অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতদের মধ্যে আবু বক্কর ছাড়া বাকি আসামিরা পলাতক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ