Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় স্মরণকালের ভারিবর্ষণ : আকস্মিক বন্যায় ৭ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৭ পিএম

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর ব্রিসবেনে তীব্র ঝড়ের সঙ্গে ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৭ জন মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।

শহরটিতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়। তীব্র ঝড় ও ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানও বন্ধ করে দেওয়া হয়।

দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানীতে ১ হাজার ৪ শ টিরও বেশি বাড়ি বন্যার ঝুঁকিতে রয়েছে। এ সময় রাজ্যের ২৮ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এছাড়া গোল্ড এবং সানশাইন উপকূলের সৈকতগুলো বন্ধ ছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাস্তাসিয়া প্যালাসজুক বলেছেন, ‘এত ভারী বৃষ্টি আমরা কখনোই প্রত্যাশা করিনি।’

রাজ্য সরকার জানিয়েছে, বন্যার কারণে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০০ টিরও বেশি স্কুল আগামীকাল সোমবার বন্ধ থাকবে।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, সম্প্রতি তারা প্রতি ঘণ্টায় সাহায্যের জন্য ১০০ অনুরোধ পেয়েছেন। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ