Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন যুদ্ধ : ইংলিশ চ্যানেলে রুশ কার্গো আটক ফ্রান্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫৩ পিএম

ব্রিটেন ও ফ্রান্সের মধ্যবর্তী সাগর ইংলিশ চ্যানেলে রাশিয়ার এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। শনিবার ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিতে এই খবর জানানো হয়।
খবরে বলা হয়, জাহাজটি রুশ বন্দর সেন্ট পিটার্সবার্গের দিকে যাচ্ছিলো।
ফরাসি কর্মকর্তারা বিবিসিকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নতুন নিষেধাজ্ঞার আলোকেই জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটিকে বর্তমানে উত্তর ফ্রান্সের বুলন-সুর-মের বন্দরে রাখা হয়েছে।
কর্মকর্তারা জানান, ‘বাল্টিক লিডার’ নামের ১২৭ মিটার দীর্ঘ কার্গো জাহাজটি গাড়ি বহন করছিলো। রাতে এটিকে আটক করে নৌবাহিনী ফ্রান্সে নিয়ে আসে।
কর্মকর্তারা বলেন, ‘মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা এক কোম্পানির সংশ্লিষ্টতার সন্দেহে ফরাসি সরকারের অনুরোধে জাহাজটি আটক করে বন্দরে নিয়ে আসা হয়। ফরাসী সীমান্তরক্ষী বাহিনী বর্তমানে কার্গো জাহাজটির বিষয়ে তদন্ত করছে। বাল্টিক লিডারে থাকা কর্মীরা ফরাসি কর্তপক্ষের সাথে সহযোগিতা করছে।’
এদিকে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সি জানায়, ফ্রান্সের এই পদক্ষেপ সম্পর্কে দেশটিতে রুশ দূতাবাস কারণ জানতে চেয়েছে।
এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০১৪ সালে ইউক্রেনে রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী।
পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’ প্রতিষ্ঠা করে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সাথে শুরু হওয়া ইউক্রেনীয় সামরিক বাহিনীর সংঘর্ষের জেরে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপের জেরে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞা দিয়েছে। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ