Inqilab Logo

মঙ্গলবার , ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

ফুলবাড়ীতে চোরাই ভ্যানসহ তিন ডাকাত আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৯ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে ডাকাতির দেশিয় অস্ত্র ও চোরাই ভ্যানসহ তিনজন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটায় পৌর এলাকার সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাত সদস্যরা হলো পার্বতীপুর থানার হাবড়া ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের মৃত শহীদুল গাছুয়ার ছেলে মুকুল গাছুয়া (৪৬), বিরামপুর উপজেলার হরকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুল হাকিম (৬০) ও রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজীপুর বানিয়াপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোকছেদ (৩৮)।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন ধৃত ব্যক্তিরা ডকাত দলের সদস্য, তারা একটি চোরাই ব্যাটারী চালিত ভ্যান চুরি করে ডাকাতি করতে যাওয়ার সময়, তাদের নিকট থাকা ডাকাতি কাজে ব্যবহৃত রড কাটা মেশিন, লোহার শাবল মোটা রশিসহ তাদের আটক করা হয়। তারা এ উপজেলার বেতদিঘী ইউনিয়নের চৌরাইট গ্রামের আকিম উদ্দিনের ছেলে চিহ্নিত ডাকাত শাহ সুফির সাথে ডাকাতি করতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
তিনি আরো বলেন ধৃত ডাকাত সদস্যরা চিহ্নিত দুধর্ষ ডাকাত, তাদের বিরুদ্ধে ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুরসহ দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও হত্যা মামলা বিচারাধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ