মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত। তালেবানের গোয়েন্দা বিভাগ রোববার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আটক দুই ব্যক্তির ভিডিও প্রকাশ করে লিখেছে, “বেলাল ও হামজা নামে খারেজিদের (আইএসের) দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা হয়েছে যারা এই সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে প্রচার, লোক ভর্তি ও সন্ত্রাস চালাত।” ইসলামের প্রাথমিক যুগে খারেজি নামে যে উগ্র গোষ্ঠীর উৎপত্তি হয়েছিল তালেবান আইএস জঙ্গিদেরকে সেই নামে অভিহিত করে। প্রকাশিত ভিডিওতে চোখ বাধা দুই ব্যক্তিকে পশতু ভাষায় কথা বলতে দেখা যায় এবং তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে। তবে তাদেরকে কোত্থেকে এবং কখন আটক করা হয়েছে সে সম্পর্কে তালেবান কিছু জানায়নি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।