Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইএসের ২ গুরুত্বপূর্ণ সদস্য আটক আফগানিস্তানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আফগানিস্তানের তালেবান সরকারের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, তারা এমন দুই ব্যক্তিকে আটক করেছে যারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের জন্য লোক সংগ্রহ করত। আটক ব্যক্তিরা ফেসবুক ও টেলিগ্রামে আইএসের পক্ষে প্রচার চালিয়ে লোকজনকে এই সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে উদ্বুদ্ধ করত। তালেবানের গোয়েন্দা বিভাগ রোববার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে আটক দুই ব্যক্তির ভিডিও প্রকাশ করে লিখেছে, “বেলাল ও হামজা নামে খারেজিদের (আইএসের) দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করা হয়েছে যারা এই সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে প্রচার, লোক ভর্তি ও সন্ত্রাস চালাত।” ইসলামের প্রাথমিক যুগে খারেজি নামে যে উগ্র গোষ্ঠীর উৎপত্তি হয়েছিল তালেবান আইএস জঙ্গিদেরকে সেই নামে অভিহিত করে। প্রকাশিত ভিডিওতে চোখ বাধা দুই ব্যক্তিকে পশতু ভাষায় কথা বলতে দেখা যায় এবং তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে। তবে তাদেরকে কোত্থেকে এবং কখন আটক করা হয়েছে সে সম্পর্কে তালেবান কিছু জানায়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসের ২ গুরুত্বপূর্ণ সদস্য আটক আফগানিস্তানে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ