Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩১ পিএম

বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে ক্যামেরার সামনে নন একটি ওয়েব সিরিজ আর একটি ফিচার ফিল্মের জন্য চিত্রনাট্য লিখবেন তিনি। সবকিছু ঠিক থাকলে এই বছরেই সিরিজ দেখা যাবে। ওয়েব সিরিজটি একজন ডাই-হার্ড ফ্যানের গল্প নিয়ে। এ সিরিজে আরিয়ানের সহ-লেখক হিসেবে কাজ করছেন বিলাল সিদ্দিকী। আর পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার।

বলিউড ভিত্তিক নিউজ পোর্টাল পিঙ্কভিলা সূত্রে জানা গেছে, আরিয়ানের লেখা সিরিজের স্ক্রিপটগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। কিছু কারেকশনের পরই সেটার ওপর কাজ শুরু হয়ে যাবে ।

একটি বিশেষ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, আরিয়ানের কাজ করা চিত্রনাট্যগুলো সম্পর্কে বিশদভাবে এখনও জানা যায়নি। তবে যে দুটি কাজ এগিয়ে আছে, তার মধ্যে একটি ফিচার ফিল্ম প্রযোজনা করবে রেড চিলিস আর ওয়েব সিরিজ প্রযোজনা করবে অ্যামাজন প্রাইম। সবকিছু সঠিক গতিতে চললে চলতি বছরে সেই আভাস পাওয়া যাবে।

লেখালেখির প্রতি আরিয়ানের ভালোবাসাকে সমর্থন দিয়েছেন শাহরুখ খান। এখন ছেলেকে কাজের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছেন এই অভিনেতা। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন যে, অভিনয়ে বিশেষ আগ্রহ আরিয়ানের। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি।

এদিকে শাহরুখ কন্যা সুহানাও চলচ্চিত্রে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। তিনি ক্যামেরার মুখোমুখি দাঁড়াতে চান এবং নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজ দিয়ে আত্মপ্রকাশ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে স্নাতক সম্পন্ন করেছেন আরিয়ান খান। ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। এখন সেই শিক্ষাকে কাজে লাগাতে প্রস্তুত তারকা সন্তান আরিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ