Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা তিনে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার দাপট চলছেই। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর প্রথম সিরিজে নেমেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন জয়ে সিরিজ জয়ের আনন্দে মেতেছে অ্যারন ফিঞ্চরা। গতকাল ক্যানবেরার তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। মানুকা ওভালে শ্রীলঙ্কাকে কোনও সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া। দুর্দান্ত বোলিংয়ের পর চমৎকার ব্যাটিংয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ আগেই নিজেদের করে নিয়েছে তারা। কেন রিচার্ডসনের দারুণ বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করে লঙ্কানরা। সহজ লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ১৯ বল আগেই টপকে যায় অস্ট্রেলিয়া।
টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরুতেই বিপদে পড়ে। ৪০ রান তুলতে হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। পাথুম নিসানকা (১৬) দুই অঙ্কের ঘরে গেলেও পারেননি দানুশকা গুনাথিলাকা (৯), চারিথ আসালঙ্কা (৬) ও কুশল মেন্ডিস (৪)। টপ অর্ডারের ব্যর্থতার পরও শ্রীলঙ্কা সম্মানজনক স্কোর গড়তে পেরেছে অধিনায়ক দাসুন শানকা ও দিনেশ চান্ডিমালের লড়াইয়ে। চান্ডিমাল ২৯ বলে ১ বাউন্ডারিতে করেন ২৫ রান। শানাকা অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৩৮ বলে ৫ বাউন্ডারিতে খেলেছেন হার না মানা ৩৯ রানের ইনিংস। বল হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন রিচার্ডসন। ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার ও গেøন ম্যাক্সওয়েল।
১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটাও ভালো ছিল না। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান বেন ম্যাকডারমোট (০)। লঙ্কানদের দারুণ শুরু এনে দেওয়া মাহিশ থিকশানার জাদু চলেছে আরও। ওপেনিংয়ে নামা অ্যাগারকে (১৩) প্যাভিলিয়নের পথ দেখিয়ে আশা জাগিয়েছিলেন তিনি। যদিও পরের দিকের ব্যাটারদের পারফরম্যান্সে সহজেই জয় পেয়েছে অজিরা। অধিনায়ক ফিঞ্চ ৩৬ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩৫ রান। সর্বোচ্চ ৩৯ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। ২৬ বলের ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারি ও ২ ছক্কায়। আর বাকি কাজটা সেরেছেন জশ ইংলিস (১৮ বলে ২১*) ও মার্কাস স্টোইনিস (৮ বলে ১২*)। শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার থিকশানা। এই পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হারানো অন্য উইকেটটি জেফরি ভ্যান্ডারসের শিকার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ