Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে গান করতে আগ্রহী টেইলর সুইফট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৩ পিএম

সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফটের ভক্ত। এবার জানা গেল এই শিল্পী বলিউডে কাজ করতে চান। ২০১৪ সালে হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে এই গায়িকা জানিয়েছিলেন, বলিউডে গান করতে চান তিনি। তার পুরনো সেই সাক্ষাৎকার আবার নতুন করে আলোচনায় এলো।

সেই সাক্ষাৎকারে টেইলর সুইফট বলেছিলেন ‘আমি এআর রহমান সম্পর্কে অনেক শুনেছি। আমি মনে করে তিনি একজন দারুণ মিউজিশিয়ান। তার সুর আত্মা ছুঁয়ে দেয়। তার গান সরাসরি শুনতে চাই একবার হলেও।’

টেইলর সুইফটকে জিজ্ঞেস করা হয় তিনি ভারতের মিউজিসিয়ানদের সঙ্গে কাজ করতে চান কিনা। উত্তরে তিনি বলেন, ‘এখনো কোনো পরিকল্পনা নেই। তবে আমাকে প্রস্তাব দেয়া যাবে। কয়েকটি হিন্দি শব্দও শিখেছি।’

বলিউড সম্পর্কেও ধারণা আছে গায়িকার। বলেছেন, ‘বলিউড সম্পর্কে অনেক শুনেছি। ভারতের সিনেমায় অনেক গান থাকে ও নাচ থাকে। আমার ভালো লাগে। গান-নাচের মাধ্যমে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় সহজে।’

টেইলর আরও বলেন, ‘বলিউডে অভিনয় করতে পারবো কিনা নিশ্চিত নই। হিন্দি বলতে পারি না। তবে বলিউডে গান করতে চাই।’

উল্লেখ্য, আধুনিক পপ মিউজিকে অন্যতম পরিচিত এক নাম টেইলর সুইফট। মার্কিন এই গায়িকা খুব অল্প সময়ের মধ্যেই পপ সংগীত সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেইলর সুইফট শুধু যে গাইতে পারেন তা নয়, তিনি গানও লেখেন। একই সঙ্গে গিটার, পিয়ানোর মতো বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তার ঝুলিতে অ্যাওয়ার্ডের পরিমাণও কম নয়। সংগীত জগতের একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন এই শিল্পী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ