Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১০ দিনব্যাপী রুশ-বেলারুশ যৌথ মহড়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ন্যাটো

ইউক্রেন উত্তেজনা : এখনও কুটনীতির সুযোগ দেখছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ইউক্রেনকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই মিত্র বেলারুশের সঙ্গে বৃহস্পতিবার থেকে যৌথ সামরিক মহড়া শুরু করছে রাশিয়া। অত্যাধুনিক সব সামরিক সরঞ্জামাদির পাশাপাশি দক্ষ সেনাদের নিয়ে টানা ১০ দিন মহড়া চালিয়ে যাবে মস্কো। যৌথ মহড়াকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় মোতায়েন বলছে ন্যাটো। মহড়া উপলক্ষে গত একমাস ধরেই বেলারুশে সেনা, সামরিক সরঞ্জাম মোতয়েন করেছে মস্কো। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্র আছে। রাশিয়ার এমন তৎপরতা নিয়ে স¤প্রতি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্র বলছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়া পূর্ব ইউরোপের উত্তেজনাকে আরও উসকে দেবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে হোইয়াট হাউজ। বেলারুশে ইতোমধ্যে রাশিয়া নতুন করে ৩০ হাজার সেনা মোতায়েন করেছে। এসব সেনা সবই মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বর্ণনা করে ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, ‘রাশিয়া-বেলারুশ ‘অভ‚তপূর্ব হুমকির সম্মুখীন হচ্ছে’। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভøাদিমির চিঝভ বলেছেন, রাশিয়া এখনও মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের উত্তেজনা নিরসনে ক‚টনীতি সহযোগিতা করতে পারে। ভøাদিমির চিঝভ জানান, কাউকে আক্রমণ করার কোনও পরিকল্পনা নেই মস্কোর। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন,মত পরিবর্তনে রাশিয়াকে উসকানি না দেওয়াটা হলো গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভøাদিমির চিঝভ বলেছেন, রাশিয়া এখনও মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের উত্তেজনা নিরসনে ক‚টনীতি সহযোগিতা করতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। ভøাদিমির চিঝভ জানান, কাউকে আক্রমণ করার কোনও পরিকল্পনা নেই মস্কোর। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, মত পরিবর্তনে রাশিয়াকে উসকানি না দেওয়াটা হলো গুরুত্বপূর্ণ। ইউরোপজুড়ে সোম ও মঙ্গলবারের মার‌্যাথন ক‚টনৈতিক দৌড়ঝাপের পর রুশ রাষ্ট্রদূত এসব কথা বললেন। ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করে বলছে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। তবে রাশিয়া বারবার ইউক্রেনে হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করবে কিনা তা সম্পর্কে কিছু জানানি চিঝভ। তবে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে জানতে চেয়েছেন, সরাসরি রাশিয়ার দিকে মুখ করে সীমান্তে এত সংখ্যক ইউক্রেনীয় সেনাদের নিয়ে কেন কথা বলা হচ্ছে না। রুশ রাষ্ট্রদূত মনে করেন, এখনও ভবিষ্যৎ আলোচনায় ফলাফল আসতে পারে। বলেন, আমরা অবশ্যই এখনও মনে করি ক‚টনীতির সুযোগ রয়েছে। খবরে বলা হয়, ইউক্রেইন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করলেও রাশিয়া শুরু থেকেই প্রতিবেশী দেশটিতে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়ে আসছে; তবে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেরই ধারণা মস্কো যে কোনো মুহুর্তে ইউক্রেইনে হামলা চালাবে। এই সংকট নিরসনের লক্ষ্যে ইউরোপজুড়ে বৃহস্পতিবারও নানান ক‚টনৈতিক বৈঠক হবে বলে মনে করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। ৮ বছর আগে, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ করায়ত্ব করে নেয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলেও তুমুল লড়াই চলছে, যা এখন পর্যন্ত অন্তত ১৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ওই এলাকার বিশাল অংশ এখন রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে। বেলারুশে যে যৌথ মহড়া হতে যাচ্ছে তাতে প্রায় ৩০ হাজার রুশ সৈন্য অংশ নেবে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ