Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে বিধি-নিষেধের প্রতিবাদে এবার ফ্রিডম কনভয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ১:২৬ পিএম

কানাডার পরে করোনা মহামারি নিয়ন্ত্রণে জারি করা বিধি-নিষেধের প্র্রতিবাদে এবার ফ্রান্সেও শুরু হলো ফ্রিডম কনভয়। এটি হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে মিছিল করে প্রতিবাদ জানানোর একটি অভিনব মাধ্যম।

কানাডায় এই প্রতিবাদ শুরু করছেন মূলত ট্রাক ড্রাইভাররা। সেখান থেকে প্রেরণা নিয়ে ফ্রান্সেও করোনা কড়াকড়ি, বিশেষ করে ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যানবাহন নিয়ে পথে নামলেন প্রচুর মানুষ। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিক্ষোভকারীরা গাড়ি, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে প্রতিবাদ দেখাতে পথে নেমেছেন। নিস থেকে অন্তত দুইশ জন মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ শুরু করেছেন। তারা প্যারিস ও ব্রাসেলসের দিকে গেছেন। তারা সেখানে বিশাল সমাবেশ করতে চাইছেন।

ফ্রান্সে এখন রেস্তোরাঁ, সিনেমা হলে ঢুকতে, ট্রেনে চড়তে গেলে ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হচ্ছে। ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে তারা সেখানে যেতে পারছেন না বা ট্রেনে চড়তে পারছেন না। এই কড়াকড়ির প্রতিবাদেই ফ্রিডম কনভয় আন্দোলন শুরু হয়েছে। নিসের এই আন্দোলনের এক আয়োজক সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ''প্রচুর মানুষ বুঝতে পারছেন না কেন তারা ভ্যাকসিন নেবেন? কেন এই হেলথ পাস চালু থাকবে? এভাবে প্রতিবাদ করে আমরা ইউরোপের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।''

সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, সামাজিক মাধ্যম ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমেই বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে। রয়টার্সকে একজন ট্রাকচালক বলেছেন, ''আমরা ক্লান্ত হয়ে গেছি। যেখানেই যাচ্ছি, সেখানেই আমাদের কাছ থেকে ভ্যাকসিন পাস চাওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদে নেমে মনে হচ্ছে, আমি অন্তত একটা কাজ করতে পারছি।''

এই প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হচ্ছে সামাজিক মাধ্যমের সাহায্যে। এখনো পর্যন্ত চারটি শহর থেকে অন্ততপক্ষে ছয়টি কনভয় ছেড়েছে। শুক্রবার তারা প্যারিসে বিক্ষোভ দেখাবেন, সোমবার ব্রাসেলসে। কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা প্যারিসে কোনো অব্যবস্থা চান না। তাই তারা উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন। সূত্র: রয়টার্স, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ