মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল গণমহাভবনে বেইজিং শীৎকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে শি জিনপিং বলেন, ২০২১ সাল ছিল চীন-পাকিস্তান সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর। তখন দু’দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপন করেছে। চীন-পাকিস্তান সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করতে দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করেছে দু’দেশ।
শি জিনপিং আরও বলেন, বর্তমানে বিশ্ব দাঙ্গা ও বিপ্লবী যুগে প্রবেশ করেছে। চীন-পাকিস্তান সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দু’দেশের উচিত পারস্পরিক আস্থা জোরদার করে কৌশলগত সহযোগিতা জোরদার করা। চীন পাকিস্তানের সঙ্গে উন্নয়নের কার্যক্রম সংযুক্ত করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডারের নির্মাণকাজ জোরদার করতে ইচ্ছুক। তিনি বলেন, চীন পাকিস্তানের শিল্পায়ন প্রক্রিয়াকে সমর্থন করে। দু’পক্ষ বিশ্ব উন্নয়ন প্রস্তাব বাস্তবায়ন এবং মানব জাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করতে যৌথ প্রচেষ্টা চালাবে। ইমরান খান বেইজিং শীৎকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান। পাশাপাশি, তিনি পাকিস্তানে মহামারি প্রতিরোধে চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, চীনের দেয়া ভ্যাকসিন পাকিস্তানীদের প্রাণ বাঁচানোর পাশাপাশি পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে সাহায্য করেছে। চীনের রাষ্ট্র প্রশাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এর আগে শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সাথে বেঠক করেন ইমরান খান। সাক্ষাতে নিজেদের মধ্যে প্রচলিত উষ্ণ সম্পর্ক, পারস্পরিক গভীর আস্থা ও বোঝাপড়ার বিষয়ে কথা বলেন ইমরান খান ও চীনের প্রধানমন্ত্রী। তারা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ করতে কাজ করতে একমত প্রকাশ করেন। একই সঙ্গে বহুমাত্রিক কৌশলগত সহযোগিতার বন্ধনকে আরও এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি, বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে ইমরান খান সাক্ষাত করেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাট মিরজিয়োয়েভের সঙ্গে। সেখানে আফগানিস্তান ও কাশ্মীর ইস্যুতে প্রাধান্য দেয়া হয়। সূত্র : সিআরআই, ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।