Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবার এক সিনেমায় বলিউডের তিন সুপার স্টার!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২২, ১১:৪৮ এএম

বলিউডের পর্দায় বড়সড় এক চমক দিতে চলেছেন পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়া। বলিপাড়ার গুঞ্জন শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনকে নিয়ে এবার একটি স্পাই থ্রিলার তৈরি করার পরিকল্পনা করেছেন আদিত্য। যশরাজ ফিল্মসের ব্যানার থেকে খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে। তবে প্রযোজনা সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো বিবৃতি দেয়া না হলেও চলচ্চিত্র সমালোচকরা সিনেমাটি নিয়ে নানা কথা শুরু করে দিয়েছেন।

এই মুহূর্তে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে, ‘টাইগার থ্রি’র শেষ পর্যায়ের শুটিং করছেন সালমান। অপরদিকে, হৃত্বিক ব্যস্ত রয়েছেন ‘বিক্রম ভেদা’র শুটিংয়ে। সুতরাং, এই সব সিনেমার শুটিং শেষ করেই আদিত্যের সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ, সালমান ও হৃত্বিক।

শাহরুখ, সালমান এবং হৃত্বিককে নিয়ে আদিত্য চোপড়ার ‘স্পাই থ্রিলার’ সিনেমার চিত্রনাট্য বুঝতে হলে নাকি দর্শকদের অবশ্যই সালমানের ‘টাইগার থ্রি’ ও শাহরুখের ‘পাঠান’ দেখতে হবে। কারণ ‘টাইগার’ সিনেমাতে গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছে সালমানকে। সেই সিনেমারই তৃতীয় পর্ব ‘টাইগার থ্রি’। অন্যদিকে ‘পাঠান’ সিনেমাতেও শাহরুখের চরিত্রটি গুপ্তচরের। শুধু তাই নয়, ‘ব্যাং ব্যাং’ সিনেমাতে হৃত্বিককে দেখা গিয়েছিল স্পাইয়ের চরিত্রে। গুঞ্জনে রয়েছে এই তিন চরিত্রকে এক করেই নাকি আদিত্য চোপড়া স্পাই থ্রিলার সিনেমাটি তৈরি করতে চলেছেন।

বলিউডের এক সিনেমাতে শাহরুখ, সালমান ও হৃত্বিক! ভক্ত-অনুরাগীরা যে এই সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকবেন তা বলাই বাহুল্য। জানা গেছে, ২০২৩ সালের শেষের দিকেই বলিউডের পর্দায় ঝড় তুলবেন এ তিন নায়ক। তবে সিনেমাটি নিয়ে আদিত্য চোপড়া আপাতত কোনো মন্তব্য করতে চাননি। ঘনিষ্ঠসূত্রে খবর, তিন নায়কের কাছেই এই সিনেমার চিত্রনাট্য পৌঁছে গিয়েছে। তবে তাদের পক্ষ থেকে এখনও কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ