প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইতোমধ্যে বলিউডে সেরা অভিনেতার তালিকায় ঠাঁই করে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। কৃষক পরিবারের সন্তান নওয়াজউদ্দিন মুম্বাইয়ে নির্মাণ করেছেন নিজের স্বপ্নের বাড়ি। আর বাবার নামের সঙ্গে মিল রেখে এই বাড়ির নাম দিয়েছেন নওয়াব। সম্প্রতি তার বাড়ির ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, বাড়ি সাজাতেও একেবারে কার্পণ্য করেননি তিনি। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেই সাজিয়ে তুলেছেন অন্দরমহল। বাড়ির স্থাপত্যশৈলী চোখের পড়ার মতো। শাহরুখ খান, সালমান খানের বাড়িকেও হার মানাবে তার এই ‘নওয়াব’। বাড়িটি নির্মাণ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে।
মুম্বাইয়ের আলো থেকেও একেবারে সাদামাটা জীবনে বিশ্বাসী নওয়াজ। জানিয়েছিলেন, গ্ল্যামার ওয়ার্ল্ডের দ্বিমুখী মানুষের আচরণ তার একেবারেই পছন্দ নয়। সাধারণভাবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেতা।
কয়েকদিন আগেই এম্মি পুরস্কারের ক্ষেত্রে মনোনীত হয়েছিলেন নওয়াজ; কিন্তু ঝুলিতে আসেনি সেই সম্মাননা। তাতে বেশ ভেঙেই পড়েছিলেন এই অভিনেতা। তবে ভিন্ন ধাঁচের ছবিতে নিজেকে উপস্থাপন করে দর্শকের নজর কাড়ছেন নওয়াজ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে আমির খান অভিনীত ‘সারফারোশ’ সিনেমায় খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গেছে। এরপর অনেক সিনেমায়ই পার্শ্বচরিত্রে হাজির হয়েছে রুপালি পর্দায়। রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় ছোট্ট একটি পকেটমারের চরিত্রে অভিনয় করে সাড়া পেয়েছেন বেশ। এরপর মোড় ঘোরে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় অভিনয় করে। তৈরি হয় বলিউডে ব্যতিক্রম এক অভিনেতার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।