বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নুরুজ্জামান (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকর্সে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসগেঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর নুরুজ্জামান কাজ শেষ করে ইটভাটায় টিউবওয়েলে গোসল করতে যান। এসময় আগে থেকেই বিদ্যুৎতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েলপাড় বিদ্যুতায়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটা না জেনে গোসলের জন্য বালতিতে থাকা পানিতে মগ দিলে সেখানেই তিনি বিদ্যুৎপৃষ্ট হয়। পরে ইটভাটার অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।