Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে ২৪ঘন্টায় ৫ জনের করোনা শনাক্ত

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৭:৪৪ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় গত ২৪ঘন্টায় ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ শনিবার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে- গত ২৪ ঘন্টায় ১৫ জনের মধ্যে ৫ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে - গত ১১ জানুয়ারী থেকে আজ পর্যন্ত ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সকলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত কয়েক দিনের বিবেচনায় সনাক্তের হার শতকরা ৩৩ ভাগ। এ দিকে রাজাপুরে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করেই অধিকাংশ হোটেল, মোটেল, ব্যবসা বাণিজ্য, দোকানে, রেস্টুরেন্টে হাটে বাজারে বেচা কেনা চলছে হরদম। দেখার কেউ নেই।

সংশ্লিষ্টদের ধারনা এ ভাবে চলতে থাকলে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশংকা। এ ব্যাপারে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝালকাঠি

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ