রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ছে। এতে কাজী খলিলুর রহমান (বাংলাদেশ বেতার ও মাছরাঙা) সভাপতি ও মানিক রায় (চ্যানেল আই ও জনকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার বিকেল তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনে সহসভাপতি পদে মো. আক্কাস সিকদার ও মো. মাসউদুল আলম, সহসাধারণ সম্পাদক পদে কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে দিলীপ মণ্ডল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে রতন আচার্য্য, কার্যনির্বাহী সদস্য পদে চারজন মুহাম্মদ আব্দুর রশীদ, মঈনুল হক লিপু, চিত্তরঞ্জন দত্ত ও জহিরুল ইসলাম জলিল নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সভাপতি, সহসভাপতি দুজন, সহসাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের ২৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন প্রেস ক্লাবের আজীবন সদস্য সংস্কৃতজন মনোয়ার হোসেন খান ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।